দৈনিক আমার দেশ এর প্রকাশনা অব্যাহত থাকুক

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ১৪ এপ্রিল, ২০১৩, ০৪:৪৩:১০ বিকাল



সকাল বেলা প্রথম আমার যে কাজটি সারতে হয় তাহলো দৈনিক আমার দেশ পত্রিকায় চোখ বুলানো। নেটে আমার দেশ সহ বাংলাদেশের প্রায় সকল পত্রিকা দেখলেও দৈনিক আমার দেশ পত্রিকার আমি অনেক পুরোন গ্রাহক। আমার দেশ এর প্রকাশনার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি দৈনিক আমার দেশ নিয়মিত পড়ি। অভ্যাসে পরিনত হওয়ার পর থেকে আজ অবধি তা পেলতে পারলাম না ।কখনো কোথাও যাওয়া হলে আমার দেশ পত্রিকা পথে অথবা যেখানে যেতাম ওখান খেকে নিয়ে নিতাম। কিন্তু কাগজে আমার দেশ পড়া আমার চাই। কিন্ত আজ বহুদিনের অভ্যাস কে অনেকটা সরকারের এহেন হিন পদক্ষেপের কারনে আমি আমার দেশ পড়া থেকে বঞ্চিত হলাম। সভ্য কোন দেশে এমন হলে নিশ্চয় তথ্য মন্ত্রী পদত্যাগ করতে। কিন্তু বিধি বাম আমরা একটি মহান গনতান্ত্রিক রাষ্ট্রে বাস করি যেখানে একজন সম্পাদকের গ্রেফতারে মহান মন্ত্রী জনগনকে জানানোর পর্যন্ত মনে করলেননা।যাইহোক প্রতিদিনকার মতই আমার পচন্ড ইচ্ছা হলো আমার দেশ পত্রিকায় চোখ ভুলাবো। অতচ আমার আবেগ ভরা মনের এমন ক্ষুদা কে মিটাবে? আমি জানি আমার মত লক্ষ লক্ষ আমার দেশ পাগল পাঠক অধির অপেক্ষায় আছে শুধু আমার দেশ পড়ার জন্য। আমরা আশা পাঠক প্রিয়তায় শীর্ষে অবস্থান কারী এমন একটি সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা অচিরে সরকারি খড়গ হস্ত বন্ধ হবে। সবচেয়ে বড় বিষয় আমার দেশ পত্রিকায় কর্মরত হাজার হাজার সাংবাদিক এবং কর্মচারির চাকরির কি হবে ? তাদের পরিবার,তাদের পরিজন কি খেয়ে বাচবে? আমার দেশ পত্রিকায় এমন অনেক জন আছেন যাদের একমাত্র কর্মস্থান আমার দেশ । আমি গতকাল আমার হকারের সাথে আলাপচারিতায় জানতে পারি শুধু মাত্র তিনি ৫০০ কপি আমার দেশ পত্রিকা বিক্রি করেন। তিনি আফসোসের সাথে জানালেন,ভাই আমার দেশ আছে বলেই পত্রিকা বিক্রি করি।এখন আমার প্রায় ১০০০-১২০০ টাকা দৈনিক আয় কমে গেল।আমার একমাত্র আয় ছিল আমার দেশ পত্রিকা । বাকি সব নাম মাত্র ভাবে বিক্রি করি। এতে বুঝা গেল বহু জন গুষ্ঠি আমার দেশ এর সাথে জড়িত। আমরা আশা রাখবো কোন গনতান্ত্রিক সরকার এমন পদক্ষেপ নিবেনা।

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File